আইপি এড্রেস কি?

আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন। আইপি এড্রেস আবার ২ প্রকার IPV4 এবং IPV6IPV4 হচ্ছে ৪ কারেক্টর এর ভেলু যেমন ১০১.১১১.০.০ আবার IPV6 ৬ কারেক্টর এর ভেল্যু যেমন ১০১.১১১.০১.০.১.১২ একজন হ্যাকার হতে হলে আইপি এর ব্যাপারে পূর্নাংগ ধারনা থাকতে হবে ।আইপি দিয়ে আপনার লোকেশন ট্রেস্ করা যায় ।তাই কিভাবে আইপি হাইড বা ট্রেস করবেন এর ব্যপারে অন্যদিন নোট লিখব ।

The post আইপি এড্রেস কি? appeared first on B4ByB0y.



source http://b4byb0y.com/topic-of-hacking/3500/

Post a Comment

0 Comments